|| বঙ্গকথন প্রতিবেদন ||
হাসপাতালে থাকার ৮১ দিন পর আজ মঙ্গলবার বিকেলে গুলশানের বাসা ফিরোজায় ফিরবেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।
দলটির এক বিশ্বস্ত সূত্র জানিয়েছে, বিকেল ৪টার দিকে বিএনপি চেয়ারপার্সন হাসপাতাল ত্যাগ করবেন।
গত বছরের ১৩ নভেম্বর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন বেগম খালেদা জিয়া।
৭৭ বছর বয়সী সাবেক এ প্রধানমন্ত্রী অনেক বছর ধরে নানা জটিলতায় ভুগছেন। তার শারীরিক অবস্থা অনেকটাই স্থিতিশীল এবং তিনি নিজে বাসায় আগ্রহী হওয়ায় চিকিৎসকরা এ সিদ্ধান্ত নিয়েছেন। বিস্তারিত জানাতে এভারকেয়ার হাসপাতাল কর্তৃপক্ষ গঠিত বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া’র মেডিকেল বোর্ড আজ সন্ধ্যায় একটি সংবাদ সম্মেলন করবেন।
বিএনপি সূত্র জানায়, ইতোমধ্যে খালেদা জিয়াকে বাসভবন ফিরোজায় কর্মরত সবার করোনা টেস্ট করা হয়েছে। পুরো বাসভবন পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে।
এবি//এফএস