|| বঙ্গকথন প্রতিবেদন ||
সংক্ষিপ্ত সিলেবাসে এইচএসসি ও সমমানের পরীক্ষা নেয়ার পরেও সারা দেশের পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো পরীক্ষার্থীই পাস করতে পারেননি।
আর শতভাগ পাসের হার ১ হাজার ৯৩৪টি শিক্ষাপ্রতিষ্ঠানে। রোববার আনুষ্ঠানিকভাবে এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এই পরীক্ষায় মোট অংশগ্রহণকারী শিক্ষার্থী ছিলেন ১৩ লাখ ৭১ হাজার ৬৮১ জন। এর মধ্যে পাস করেছেন ১৩ লাখ ৬ হাজার ৭১৮ জন। গড় পাশের হার ৯৫.২৬।
৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে শুধু এইচএসসি পরীক্ষায় পাসের গড় হার ৯৫.৫। এইচএসসি ও সমমানের পরীক্ষায় জিপেএ-৫ পেয়েছেন ১লাখ ৮৯ হাজার ১৬৯ জন।
এর মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি পরীক্ষায় জিপিএ–৫ পেয়েছেন ১ লাখ ৭৮ হাজার ৫২২ জন। মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন আলিম পরীক্ষায় জিপিএ–৫ পেয়েছেন ৪ হাজার ৮৭২ জন। আর কারিগরি শিক্ষা বোর্ডের অধীন জিপিএ–৫ পেয়েছেন ৫ হাজার ৭৭৫ জন।
এবি//এফএস