|| বঙ্গকথন প্রতিবেদন ||
প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগের জন্য ৩২২ জনের নাম প্রকাশ করেছে অনুসন্ধান (সার্চ) কমিটি।
সোমবার রাতে মন্ত্রীপরিষদ বিভাগ থেকে এসব নামের তালিকা প্রকাশ করা হয়।
মন্ত্রীপরিষদ বিভাগের যুগ্ম-সচিব শফিউল আজিম বলেন, সার্চ কমিটির কাছে আসা ৩২২টি নাম প্রকাশ করা হয়েছে। তালিকা মন্ত্রীপরিষদ বিভাগের ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে।
এর আগে রোববার বিশিষ্টজনদের সঙ্গে ধারাবাহিক আলোচনার তৃতীয় বৈঠকের শুরুতেই নাম প্রকাশ করার কথা জানিয়েছিলেন সার্চ কমিটির সভাপতি ও আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান।
জেটি//এফএস