||বিদেশ-বিভূঁই প্রতিবেদন||
করোনা মহামারিতে বিপর্যস্ত গোটা বিশ্ব। এমনকি মহামারি নিয়ে দ্বন্দ্বে খোদ গবেষকরাও। তবে গত বৃহস্পতিবারের তুলনায় গতকাল শুক্রবার নতুন আক্রান্ত রোগীর সংখ্যা কম থাকলেও বেড়েছে মৃত্যু।
শনিবার সকালে করোনা ভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য পাওয়া যায়।
শুক্রবার বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৩৩ লাখ ৯৯ হাজার ৪০৯ জন এবং এ মারা গেছেন ১০ হাজার ২৬৬ জনের।
শুক্রবারও দৈনিক আক্রান্ত ও মৃত্যুর হিসেবে বিশ্বের দেশসমূহের মধ্যে শীর্ষে ছিল যুক্তরাষ্ট্র। এই দিন দেশটিতে শনাক্ত হয়েছেন ৫ লাখ ১৩ হাজার ৮৩৩ জন এবং এই রোগে মারা গেছেন ২ হাজার ৬৮৩ জন।
এছাড়া এই দিন বিশ্বের আরও যেসব দেশে সংক্রমণ-মৃত্যুর উচ্চহার লক্ষ্য করা গেছে, সেসব দেশ হলো- ফ্রান্স, ভারত, ব্রাজিল, জামার্নি, ইতালি, স্পেন, রাশিয়া।
এসএ//এফএস