|| খেলার মাঠ প্রতিবেদন ||
মাউন্ট মঙ্গানুইয়ে ইতিহাস গড়লেও ক্রাইস্টচার্চে সেই পুরনো ব্যাটিং ব্যর্থতার নজির রাখলো বাংলাদেশ। দ্বিতীয় ও শেষ টেস্টে নিউজিল্যান্ডের ৫২১ রানের জবাবে প্রথম ইনিংসে ১২৬ রানে সব উইকেট হারিয়ে রানের পাহাড়ে চাপা পড়েছে বাংলাদেশ।
ইনিংসের শুরুতেই ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ে পড়ে টাইগাররা মাত্র ২৭ রান তুলতেই হারিয়ে বসে ৫ উইকেট। ইয়াসির আলী ৫৫ ও নুরুল হাসান সোহান ৪১ ছাড়া আর কোনো ব্যাটসম্যান দুই অংক ছুঁতে পারেননি।
নিউজিল্যান্ডের হয়ে ৪৩ রানে ৫ উইকেট নিয়েছেন ট্রেন্ট বোল্ট। এছাড়া টিম সাউদি ২৮ রানে ৩টি ও কাইল জেমিসন ৩২ রানে ২টি উইকেট নিয়েছেন।
এর আগে বোলারদের হতাশায় ডুবিয়ে ৬ উইকেটে ৫২১ রান তোলে প্রথম ইনিংস ঘোষণা করে কিউইরা। অধিনায়ক টম লাথামের ব্যাট থেকে আসে ২৫২ রান, কনওয়ে করেন ১০৯।
এসএস//এফএস