||বঙ্গকথন প্রতিবেদন||
কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়া উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে শেষ হলো নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন । রোববার সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোটাগ্রহণ শান্তিপূর্ণভাবে শেষ হয় বিকেল ৪টা।
নির্বাচনে মেয়র পদে প্রধান দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী নৌকা মার্কার সেলিনা হায়াৎ আইভী ও হাতি মার্কার স্বতন্ত্র প্রার্থী তৈমুর আলম খন্দকার।
নির্বাচন শেষে চলছে ভোটগণনা। হাতে পাওয়া ১৯২টি কেন্দ্রের মধ্যে ১০০ ভোটের ফলাফলে এখন পর্যন্ত এগিয়ে আছেন আইভী। এতে দেখা যাচ্ছে, ১৯২ কেন্দ্রের মধ্যে মোট ১০০কেন্দ্রের ফলে নৌকার মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভী পেয়েছেন ৮২,৩২৬ ভোট। আর হাতি প্রতীকে স্বতন্ত্র মেয়র প্রার্থী অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার পেয়েছেন ৪৯,২৩১ ভোট।
নাসিকের ২৭ ওয়ার্ডের ১৯২টি ভোটকেন্দ্রে এক হাজার ৩৩৩ ভোটকক্ষে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। পাঁচ লাখ ১৭ হাজার ৩৬১ জন ভোটার দিনভর তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
এসএ//এফএস