|| বিদেশ-বিভূঁই প্রতিবেদন ||
ভারতের কর্নাটকে হিজাব পরাকে কেন্দ্র করে হাইকোর্টে চলমান শুনানি বুধবারেও চলবে।
মঙ্গলবার দুপুরে রাজ্যের প্রধান বিচারপতি ঋতু রাজ অবস্থি, বিচারপতি কৃষ্ণ এস দিক্ষিত ও জেএম খাজির তিন সদস্যের বেঞ্চে এ শুনানি শুরু হয়।
বৃহস্পতিবার মামলার প্রথম শুনানিতে কর্ণাটক হাইকোর্টে মামলা চলাকালীন ধর্মীয় পোশাক পরে শিক্ষার্থীদের স্কুল-কলেজে যাওয়া থেকে বিরত থাকার নির্দেশ দেন। সোমবার দুপুরে এ বিষয়ে আবারো শুনানির দিন ধার্য ছিল। পরে আদালত শুনানি একদিন পিছিয়ে দেন।
মঙ্গলবার হাইকোর্টে বাদি পক্ষের আইনজীবী বলেন, আদালতের অন্তর্বর্তীকালীন আদেশ শুধু ইউনিফর্ম থাকা কলেজগুলোর জন্য। কিন্তু বিশেষ ইউনিফর্ম না থাকা কলেজেও মুসলিম মেয়েদের হিজাব খুলে ফেলতে বাধ্য করা হচ্ছে।
কুন্দাপুরা কলেজের দুই শিক্ষার্থীর পক্ষের জ্যেষ্ঠ আইনজীবী দেবদত্ত কামাত বলেন, সুপ্রিম কোর্টের নির্দেশনা রয়েছে, কোনো ধর্মীয় কাজ খারাপ মনে হলে জনশৃঙ্খলা, স্বাস্থ্য বা নৈতিকতার ভিত্তিতে রাষ্ট্র তা বন্ধ করতে পারে। কিন্তু এই মামলা মাথায় স্কার্ফ পরার মতো একটি নিরীহ বিষয় নিয়ে।
জেটি//এফএস