|| বঙ্গকথন প্রতিবেদন ||
আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় আওয়ামী লীগের সংসদ সদস্য হাজী সেলিমের সাজা বহাল রেখে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
বুধবার রায় প্রদানকারী বিচারপতি মো. মঈনুল ইসলাম চৌধুরী এবং বিচারপতি এ কে এম জহিরুল হকের স্বাক্ষরের পর এ রায় প্রকাশ করা হয়।
এদিকে গেলো বছরের ৯ মার্চ বিচারপতি মো. মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি এ কে এম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা করেন।
আদালত এ রায়ে জরিমানার টাকা অনাদায়ে হাজী সেলিমকে আরও ১ বছরের সশ্রম কারাদণ্ড দেন। এদিকে রায় পাওয়ার ৩০ দিনের মধ্যে আদালতে আত্মসমর্পণ না করলে হাজী সেলিমের জামিন বাতিল করে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করার নির্দেশ দেন আদালত। রায় পর্যবেক্ষণ করে দুদকের আইনজীবী খুরশিদ আলম খান বলেন, রায়ের আগে বিচারপতিদের অনৈতিক প্রস্তাব দেয়া হয়েছিলো। এ রায়ের ফলে সংবিধান অনুযায়ী হাজী সেলিমের সংসদ সদস্য পদ থাকবে না বলে জানান তিনি।
জেটি//এফএস