|| বঙ্গকথন প্রতিবেদন ||
দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান দুই সপ্তাহের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ সিদ্ধান্তের সঙ্গে একমত পোষণ করে ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। তবে নিরাপত্তার স্বার্থে ঢাবির হলগুলো খোলা থাকবে। এছাড়া ক্লাস চলবে অনলাইনে।
শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, জাতীয় সিদ্ধান্তের সঙ্গে সংহতি রেখে আমাদের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। অনলাইনে ক্লাস কার্যক্রম চালু থাকবে।
শিক্ষার্থীদের আবাসিক হল বন্ধ প্রসংগে তিনি বলেন, ছেলেমেয়েরা যেখানে আছে সেখানে স্থির থাকুক। তাদের এখান থেকে সরিয়ে অন্যত্র সরিয়ে ঝুঁকির মধ্যে ফেলা ঠিক হবে না।
করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে ২১ জানুয়ারি থেকে আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত স্কুল-কলেজ বন্ধসহ জরুরি ৫ দফা নির্দেশনা জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এ নির্দেশনা অনুযায়ী সকল বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে।
জেটি//এফএস