|| বঙ্গকথন প্রতিবেদন ||
সিলেটের দক্ষিণ সুরমার বাবনা পয়েন্টে একটি এলপিজি সিলিন্ডারের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে।
২৮ ফেব্রুয়ারি রাত ১০টার দিকে এ ঘটনাটি ঘটে। মুহূর্তেই ছড়িয়ে পড়ে আগুন। এতে দোকানে এবং পাশের একটি বাসায় আগুন লেগে সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি টিম ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৪৫ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, এক সিলিন্ডার থেকে আরেক সিলিন্ডারে গ্যাস নিতে গিয়ে এই আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিসের রিজার্ভ পানি ছাড়াও ঘটনাস্থলের পার্শ্ববর্তী সুরমা নদী থেকে পাইপ দিয়ে পানি নিয়ে এসে আগুন নেভাতে চেষ্টা চালান কর্মীরা। পুলিশ ও স্থানীয় জনতা এ সময় ব্যাপক সহযোগিতা করেন ফায়ার সার্ভিসকে।
এবি//এফএস