|| বঙ্গকথন প্রতিবেদন ||
সিরাজগঞ্জ সদরে নিউ ঢাকা রোডে পাথর বোঝাই ট্রাকের ধাক্কায় সজিব (২২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত সজিব পৌর মিরপুর মহল্লার রেজা শেখের ছেলে।
রোববার দুপুরের দিকে শহরের নিউ ঢাকা রোডের মালশাপাড়া কবরস্থানের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরেক আরোহী সুবেল গুরুতর আহত হয়েছেন।
স্থানীয়রা জানান, রোববার সকালে পাথর বোঝাই একটি ট্রাক মালশাপাড়া কবরস্থানের সামনে আসলে সজিবের মোটরসাইকেলের সাথে ধাক্কা লাগে। এ সময় মোটরসাইকেলে থাকা দুইজনই রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা দুইজনকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক সজিবকে মৃত ঘোষণা করেন।
সিরাজগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি।
জেটি//এফএস