|| জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ ||
সিরাজগঞ্জের কামারখন্দে বাবাকে হত্যার দায়ে আদালত ছেলে শফিকুল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। এছাড়া ২০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরো এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।
মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা মো. নাজির এই কারাদণ্ডের রায় দেন। দণ্ডপ্রাপ্ত শফিকুল ইসলাম সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার কোনাবাড়ি গ্রামের আব্দুল মান্নান মধুর ছেলে।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, ২০১৪ সালের ১ অক্টোবর সকালে আসামি শফিকুল ইসলাম বাড়ির পাশে দা দিয়ে গাছ কেটে নষ্ট করছিলেন। এতে তার বড় ভাই বাধা দিলে শফিকুলের হাতে থাকা দা দিয়ে তাকে কোপ দেন। পরে তাকে বাঁচাতে তার বাবা আব্দুল মান্নান মধু এগিয়ে এলে তাকেও দা দিয়ে গুরুতর আহত করেন। পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে ১৭ অক্টোবর তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের ছোট ছেলে নজরুল ইসলাম বাদি হয়ে শফিকুল ইসলামকে আসামি করে কামারখন্দ থানায় হত্যা মামলা দায়ের করেন।
জেটি//এফএস