|| উপজেলা প্রতিবেদক, সারিয়াকান্দি বগুড়া ||
বগুড়া সারিয়াকান্দিতে পূর্ব শত্রুতার জেরে শ্যালো মেশিন ভাংচুর করা হয়েছে। এদিকে জমিতে পানি না পেয়ে ক্ষতির মুখে পড়েছে সদ্য রোপণকৃত বোরোধান।
স্থানীয় এলাকাবাসী জানায়, উপজেলার কুতুবপুর ইউনিয়নের বড়ইকান্দি গ্রামের মৃত হযরত আলী সরকারের ছেলে সুলতান সরকারের শ্যালো মেশিন মঙ্গলবার বিকেলে দুর্বৃত্তরা ভাংচুর করে। এতে ঐ শ্যালো মেশিন প্রজেক্টের আওতায় প্রায় ৯ বিঘার বেশি জমির সদ্য রোপণকৃত বোরোধান ক্ষতির সন্মুখীন হয়। এদিকে পানির অভাবে কয়েক বিঘা জমিতে এখনো ধান লাগানো সম্ভব হয়নি।
এদিকে ভুক্তভোগী শ্যালো মেশিন চালক সুলতান সরকার বলেন, প্রতিপক্ষের সাথে আমার জমিজমা নিয়ে পূর্ব শত্রুতা ছিলো। এরই জেরে তারা আমার শ্যালো মেশিন ভাংচুর করেছে। এ ঘটনায় থানায় অভিযোগ জানিয়েছি।
সারিয়াকান্দি থানার ডিউটি অফিসার উপ পুলিশ পরিদর্শক রবিউল ইসলাম জানান, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
জেটি//এফএস