|| উপজেলা প্রতিবেদক, সারিয়াকান্দি, বগুড়া ||
বগুড়া সারিয়াকান্দিতে বিষপানে প্রান্তী খাতুন (১৯) নামে একজন গৃহবধূ আত্মহত্যা করেছে। সে উপজেলার হাটশেরপুর ইউনিয়নের হাসনাপাড়া গ্রামের আব্দুল কাদেরের স্ত্রী। এ ঘটনায় সারিয়াকান্দি থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সাত মাস আগে হাটশেরপুর নিজবলাইল গ্রামের দোলা মন্ডলের মেয়ে প্রান্তির সাথে একই ইউনিয়নের হাসনাপাড়া গ্রামের ব্যবসায়ী এনামুল হকের ছেলে আব্দুল কাদেরের বিয়ে হয়।
সোমবার দুপুর ১২ টার সময় প্রান্তি তার স্বামীর বাড়িতে জমিতে দেয়া কীটনাশক পান করে। তাকে প্রথমে সারিয়াকান্দি থানা হাসপাতালে পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে (শজিমেক) নেয় পরে ভোর সাড়ে ৪ টার দিকে তিনি মারা যান। তবে পরিবার সূত্রে জানা যায় শ্বশুরবাড়ির সাথে প্রান্তির সম্পর্ক ভালো ছিলো না।
সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, ময়নাতদন্তের রিপোর্ট শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সারিয়াকান্দি থানায় একটি ইউডি মামলা হয়েছে।
জেটি//এফএস