|| বঙ্গকথন প্রতিবেদন ||
একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে যেকোনও ধরনের অপতৎপরতা রোধে রাজধানীসহ সারাদেশে নজরদারি বাড়িয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন।
সংস্থাটির মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেছেন, যতটুকু দরকার তার সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।
রোববার কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় নিরাপত্তাব্যবস্থা পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।
তিনি আরো বলেন, প্রো-অ্যাকটিভ তল্লাশি হিসেবে কাজ করে থাকি আমরা। আশঙ্কামূলক কোনো ধরনের তথ্য আমাদের কাছে নেই। যে কোনও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য হেলিকপ্টার প্রস্তুত রাখা হয়েছে। রাখা হয়েছে স্পেশাল ফোর্স।
চৌধুরী আবদুল্লাহ আল মামুন জানান, র্যাবের ডগ স্কোয়াড দিয়ে শহীদ মিনার এলাকায় সুইপিং করা হয়েছে। এরপর শহীদ মিনার এলাকা ঢাকা মেট্রোপলিটন পুলিশের তত্ত্বাবধানে দেয়া হবে। কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় অবজারভেশন পোস্ট, চেকপোস্ট করা হচ্ছে।
এবি//এফএস