|| বিদেশ-বিভূঁই প্রতিবেদন ||
তাইওয়ান ইস্যুতে চীন ও মার্কিন যুক্তরাষ্ট্র ‘সামরিক সংঘাতের’ মুখোমুখি হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রে চীনা রাষ্ট্রদূত কিন গ্যাং।
২৮ জানুয়ারি স্থানীয় সময় চীনা রাষ্ট্রদূত কিন গ্যাং বলেন, তাইওয়ান কর্তৃপক্ষ যদি যুক্তরাষ্ট্রের দ্বারা ক্ষমতাপ্রাপ্ত হয়ে স্বাধীনতার পথে হাঁটে, তাহলে এটি চীন-যুক্তরাষ্ট্রের মতো দেশ দুটির সামরিক সংঘাতের কারণ হতে পারে।
২০২২ সালের শীতকালিন অলিম্পিকের আয়োজনের ব্যাপারে তিনি বলেন বেইজিং প্রস্তুত রয়েছে। একই সঙ্গে জিনজিয়াং প্রদেশের উইঘুর মুসলিমদের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ অস্বীকার করে তিনি দাবি করেন, শুধু ‘সন্ত্রাসী’ যারা তাদের আটক করে কারাগারে রাখা হয়েছে। অন্যরা ভোকেশনাল স্কুলে যাচ্ছেন।
তাইওয়ান নিজেকে স্বতন্ত্র দাবি করলেও বেইজিং তাইওয়ানকে নিজেদের অংশ মনে করে। তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে দীর্ঘদিন ধরেই উত্তেজনা বিরাজ করছে।
এবি//এফএস