|| বিদেশ-বিভূঁই প্রতিবেদন ||
দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দ্বীপরাষ্ট্র টোঙ্গায় সমুদ্রের একটি আগ্নেয়গিরিতে শুরু হয়েছে অগ্ন্যুৎপাত। এ ঘটনায় নিউজিল্যান্ড, টোঙ্গা ও ফিজিসহ কয়েকটি দেশে জারি করা হয়েছে সুনামির সতর্কতা।
শনিবার এক প্রতিবেদনে বলা হয়েছে , ১৩ জানুয়ারি সক্রিয় হয়েছে দেশটির আগ্নেয় পর্বত হুঙ্গা টোঙ্গা-হুঙ্গা হাপাই। অগ্ন্যুৎপাতের প্রভাবে সাগরে দেখা দিয়েছে বড় বড় ঢেউ।
টোঙ্গা থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, বিশাল ঢেউ উপকূলের ঘর-বাড়িতে আছড়ে পড়ছে। উপকূলে বসবাস করা মানুষকে উচু স্থানে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।
নিউজিল্যান্ডের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানায়, দেশের কিছু অংশে শক্তিশালী ও অস্বাভাবিক স্রোত দেখা যেতে পারে।
টোঙ্গা জিওলজিক্যাল সার্ভিসেস জানায়, আগ্নেয়গিরি থেকে গ্যাস, ধোঁয়া ও ছাই আকাশের ২০ কিলোমিটারের মধ্যে পৌঁছেছে। নিউজিল্যান্ডের সামরিক বাহিনী জানায়, তারা যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত।
এবি//এফএস