|| বঙ্গকথন প্রতিবেদন ||
বরিশালের উজিরপুর উপজেলার ধামুড়া গ্রামে শ্বশুরের জানাজা থেকে দুইটি হত্যা মামলায় ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামি কামাল হোসেন বিপ্লব ওরফে পাভেলকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার সকাল ১০টায় পুলিশ তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার পাভেল ধামুড়া গ্রামের মৃত সিদ্দিকুর রহমান সিকদারের ছেলে। সে ঢাকার শ্যামপুর ও মতিঝিল থানায় পৃথক দুইটি হত্যা মামলার ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামি।
উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ আর্শেদ আলী জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন পাভেল তার শ্বশুরের জানাজায় অংশ নিয়েছে। বিষয়টি জানতে পেরে গ্রেপ্তারের প্রস্তুতি নেয়া হয়। জানাজা শেষে ১১টার দিকে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়। দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে আনা হয় পাভেলকে।
এবি//এফএস