|| বঙ্গকথন প্রতিবেদন ||
শৈত্যপ্রবাহ থাকবে আরও দুই থেকে তিন দিন। ফেব্রুয়ারির মাঝামাঝিতে আরও একবার শৈত্যপ্রবাহের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।
মাঘের মাঝামাঝিতে কনকনে শীতে উত্তরাঞ্চলের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এ শীতের তীব্রতা এবার ঢাকাতেও অনুভূত হচ্ছে । শনিবার রাজধানীতে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে।
এদিকে আবহাওয়ার পূর্বাভাসে জানা গেছে, সারাদেশে প্রবাহমান এ শৈত্যপ্রবাহ আগামী সপ্তাহ পর্যন্ত চলবে।
ঢাকা আবহাওয়া অধিদফতরের উপ পরিচালক কাওসারা পারভীন বলেন, বাংলাদেশের সব জায়গাতে তাপমাত্রা কমে গেছে, এ শৈত্যপ্রবাহ থাকবে আরও ২ থেকে ৩ দিন।
তবে এটাই শেষ নয়। ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে আরও এক দফা মাঝারি শৈত্যপ্রবাহের আভাস দিয়েছে আবহাওয়াবিদগণ।
জেটি//এফএস