|| বঙ্গকথন প্রতিবেদন ||
করোনার কারণে দ্বিতীয় দফায় এক মাস বন্ধ থাকার পর ২২ ফেব্রুয়ারি খুলছে মাধ্যমিক স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়।
এদিকে চার মাস পিছিয়ে আগামী জুনে নেয়া হবে এসএসসি ও সমমান পরীক্ষা। আর এইচএসসি পরীক্ষা নেয়া হবে আগস্টে।
সশরীরে শ্রেণিকক্ষে ক্লাস নেয়া হবে। ১২ বছরের ঊর্ধ্বে যেসব শিক্ষার্থী করোনা টিকা নিয়েছে, তারা শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে পারবে।
করোনার প্রভাব কাটিয়ে স্বাস্থ্যবিধি মেনে আগামী মঙ্গলবার থেকে স্কুল-কলেজ খুললেও প্রাথমিক স্তরের ক্লাস শুরু হবে ২ মার্চ থেকে। তবে প্রাক-প্রাথমিকের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত আসেনি।
২০ ফেব্রুয়ারি ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনার কারণে চার মাস পিছিয়ে ২০২২ সালের এসএসসি পরীক্ষা জুনে ও এইচএসসি পরীক্ষা আগস্টে অনুষ্ঠিত হবে।
এবি//এফএস