|| বঙ্গকথন প্রতিবেদন ||
আগামী ২৫ মার্চ দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উদযাপনের নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)।
বুধবার এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের পরিচালক অধ্যাপক মো. শাহেদুল খবির চৌধুরীর সই করা এক আদেশে এ তথ্য জানা যায়।
দিবসটিতে ২৫ মার্চের মধ্যে গণহত্যা সর্ম্পকে বিশিষ্ট ব্যক্তি ও বীর মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে স্মৃতিচারণ ও আলোচনা সভার আয়োজন করার বিষয়টি জানিয়েছে মাউশি।
এদিকে ২৫ মার্চ স্কুল-কলেজে কোনোভাবেই আলোকসজ্জা করা যাবে না। তবে মহান স্বাধীনতা দিবস উদযাপনে ২৬ মার্চ সন্ধ্যা থেকে শিক্ষাপ্রতিষ্ঠান আলোকসজ্জা করা যাবে।
এছাড়া দেশের সকল স্কুল-কলেজে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের তাৎপর্য তুলে ধরে শিক্ষার্থী সমাবেশ, ক্রীড়া প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতা, বিতর্ক ও চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করতে হবে।
জেটি//এফএস