|| উপজেলা প্রতিবেদক, শাহজাহানপুর, বগুড়া ||
বগুড়ার শাজাহানপুরে সড়ক দুর্ঘটনায় কামাল উদ্দিন (৪০) নামে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
উপজেলার ফটকি সাজাপুর ঢাকা-রংপুর মহাসড়কে বুধবার সন্ধ্যা ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত কামাল উদ্দিন কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার জগদ্দলগ্রামে মফিজ উদ্দিনের ছেলে। তিনি স্কয়ার কোম্পানির সিকিউরিটি ইনচার্জ হিসেবে কর্মরত ছিলেন।
শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক আহসান হাবীব জানান, বুধবার জয়পুরহাটের আক্কেলপুরে মোটরসাইকেল যোগে শ্বশুরবাড়ি যাচ্ছিলেন কামালউদ্দিন। পথে সাজাপুর এলাকায় পেছন থেকে একটি গাড়ি ধাক্কা দিলে তিনি রাস্তায় ছিটকে পড়েন। পরে স্থানীয়রা তাকে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
খবর পেয়ে হাইওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান হাইওয়ে ফাঁড়ির এই কর্মকর্তা।
জেটি//এফএস