|| বঙ্গকথন প্রতিবেদন ||
সাতক্ষীরায় জুতা পায়ে দিয়ে শহীদ মিনারের পবিত্রতা নষ্ট করে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের ঘটনা ঘটেছে।
সোমবার জেলার শহীদ আব্দুর রাজ্জার পার্কে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে এ ঘটনা ঘটে।
মাইকে বারবার ঘোষণা দিয়ে জুতা পায়ে শহীদ মিনারের পাদদেশে উঠতে নিষেধ করা হলেও সাতক্ষীরা হিসাবরক্ষণ অফিসের কর্মকর্তারা তা মানেননি। তারা নিয়মনীতি ভেঙ্গে হুড়োহুড়ি করে শ্রদ্ধাঞ্জলি নিবেদন এবং সেলফি তোলায় ব্যস্ত হয়ে পড়েন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সাতক্ষীরা হিসাবরক্ষণ অফিসের এসএএস সুপারিনটেনডেন্ট আব্দুস সোবহানসহ অন্যান্য কর্মকর্তারা জুতা পায়েই শহীদ মিনারের বেদিতে উঠে পড়েন এবং শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে ফটোসেশন করেন।
এ ঘটনায় দুঃখ প্রকাশ করে হিসাবরক্ষণ অফিসের এস এ এস সুপারিনটেনডেন্ট আব্দুস সোবহান বলেন, প্রচণ্ড ভিড়ের মধ্যে ভুল করে জুতা পায়ে উঠে পড়েছিলাম। পরে আবার জুতা খুলে উঠেছি। তবে এটি করা আমাদের উচিত হয়নি।
জেটি//এফএস