|| বঙ্গকথন প্রতিবেদন ||
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে ভার্চুয়ালি শপথ পড়িয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার এ শপথ পাঠের মাধ্যমে তৃতীয়বারের মতো মেয়রের দায়িত্ব নিলেন তিনি।
আইভীর রাজনৈতিক ক্যারিয়ার শুরু হয় শিক্ষাজীবনেই। ২০১১ সালে প্রথমবার নির্বাচিত হয়ে নারী মেয়র হওয়ার ইতিহাস গড়েন তিনি। এবার রেকর্ড গড়েন কোনো সিটির তৃতীয়বার মেয়র হিসেবে জয়ী হয়ে।
২০১৬ সালে সিটির দ্বিতীয় নির্বাচনে দলের মনোনয়ন নিয়ে আবার মেয়র পদে প্রত্যাবর্তন করেন তিনি।
এবি//এফএস