|| বঙ্গকথন প্রতিবেদন ||
মহামারি করোনা সংক্রমণ কিছুটা কমে আসায় এবং টিকা প্রদান অব্যাহত থাকায় স্বাস্থ্যবিধি মেনে আজ থেকে শতভাগ আসনে যাত্রী নিয়ে ট্রেন চলাচল শুরু হচ্ছে।
এর আগে ৭ ফেব্রুয়ারি যাত্রীবাহী ট্রেন চলাচলের বিধিনিষেধ শিথিল করে যাত্রীদের চাহিদা পূরণে সব ট্রেন শতভাগ আসনে যাত্রী নিয়ে চালানোর সিদ্ধান্ত হয়। কাউন্টারে টিকিট ইস্যু ও ট্রেনে ভ্রমণের ক্ষেত্রে যাত্রীর স্বাস্থ্যবিধি অনুসরণ ও মাস্ক পরিধান নিশ্চিত করতে বলা হয়।
বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক ধীরেন্দ্রনাথ মজুমদার জানান, বুধবার থেকে স্বাস্থ্যবিধি মেনে শতভাগ যাত্রী নিয়ে সারাদেশে ট্রেন চলাচল শুরু হবে। এক্ষেত্রে আসন সংখ্যার ৫০ শতাংশ টিকিট কাউন্টারের মাধ্যমে এবং ৫০ শতাংশ টিকিট অনলাইনের মাধ্যমে ইস্যু করা যাবে। তবে আন্তঃনগর ট্রেনের স্ট্যান্ডিং টিকিট ও স্টেশনের প্ল্যাটফর্ম টিকিট সম্পূর্ণ বন্ধ থাকবে।
এবি//এফএস