|| বিদেশ-বিভূঁই প্রতিবেদন||
রোহিঙ্গাদের ওপর মিয়ানমার সেনাবাহিনী বারবার দমনপীড়ন চালালেও পশ্চিমা দেশগুলোর ভূমিকা শুধু নিন্দা জানানোর মধ্যেই সীমাবদ্ধ।
স্বাধীন আন্তর্জাতিক ফ্যাক্ট ফাইন্ডিং মিশন রাখাইনে গণহত্যার প্রতিবেদন দিলেও কোনো ব্যবস্থা নেয়নি জাতিসংঘ। প্রত্যাবাসন নিয়ে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে সমঝোতা হলেও ফল শূন্য।
২০১৭ সালের রাখাইনের রোহিঙ্গাদের ওপর জাতিগত নিধন শুরু করে মিয়ানমার সেনাবাহিনী। জীবন বাঁচাতে রাতের আঁধারে সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে আশ্রয় নেয় প্রায় ১০ লাখের বেশি রোহিঙ্গা।
এর আগেও কয়েক দফা রোহিঙ্গাদের ওপর দমনপীড়ন চালায় মিয়ানমারের নিরাপত্তা বাহিনী। রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে মিয়ানমার সরকারের সঙ্গে বাংলাদেশের আলোচনা হয়েছে কয়েক দফা। ২০১৭ সালে দুই দেশের মধ্যে সমঝোতা হলেও ফল শূন্য। এখন তাই শেষ ভরসা হেগের আন্তর্জাতিক আদালতের রায়ের দিকে তাকিয়ে আছেন লাখ লাখ রোহিঙ্গা।
এবি// এফএস