|| বিদেশ-বিভুঁই প্রতিবেদন ||
ইউক্রেনে হামলা চালিয়েছে রাশিয়া। দেশটির তিন দিকের সীমান্ত দিয়ে হামলা চালানো হয়েছে।
মস্কোর স্থানীয় সময় ভোর ৫টা ৫৫ মিনিটে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে সেনা অভিযান চালানোর ঘোষণা দেয়ার কয়েক মিনিট পরই ইউক্রেনে বোমা এবং মিসাইল হামলা শুরু হয় বলে জানা যায়।
আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রে জানা যায়, ইউক্রেনের রাজধানী কিয়েভে জরুরি সাইরেন বাজানো হয় এবং বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায় যে, মহাসড়কগুলোতে শহর ছেড়ে যাওয়া মানুষের গাড়ির ভিড়। শহরের মানুষ আশ্রয় নিতে জড়ো হয় কিয়েভের আন্ডারগ্রাউন্ড স্টেশনগুলোতে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই আতঙ্ক প্রকাশ করে মন্তব্য করেছেন। বোমা থেকে সুরক্ষা পেতে আশ্রয়কেন্দ্র এবং বেজমেন্টে আশ্রয় নিচ্ছেন তারা।
এবি//এফএস