||বিদেশ-বিভূঁই প্রতিবেদন ||
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রস্তাব মেনে নিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শান্তি আলোচনায় বসতে রাজি হয়েছেন বলে রাশিয়া দাবি করেছে।
শনিবার আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে এই দাবি করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, জেলেনস্কির প্রেস সেক্রেটারি সার্জেই নিকিফোরভ ফেসবুক পোস্টে লিখেছেন, আমরা আলোচনায় বসতে অস্বীকৃতি জানিয়েছি, এই অভিযোগ প্রত্যাখ্যান করছি। ইউক্রেন সবসময় শান্তি ও যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করতে প্রস্তুত ছিল এবং রয়েছে। এটিই আমাদের স্থায়ী অবস্থান। আমরা রুশ প্রেসিডেন্টের প্রস্তাব মেনে নিয়েছি।
ইউক্রেন বরাবরই বলে আসছে, তারা সব সময় আলোচনার জন্য প্রস্তুত। এমনকি যুদ্ধ বন্ধের জন্য ইউক্রেনিয় প্রেসিডেন্ট পুতিনের কাছে ফোন করেছিলেন। কিন্তু রুশ প্রেসিডেন্টই তাতে সাড়া দেননি।
এবি//এফএস