|| জেলা প্রতিবেদক, রাজশাহী ||
রাজশাহীর এক হোটেল থেকে জামায়াত-শিবিরের ১৫ নেতাকর্মী আটক করেছে বোয়ালিয়া থানা পুলিশ।
রোববার রাতে নগরীর সোনাদীঘির মোড়ের মাজেদা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট থেকে তাদের আটক করা হয়।
নগরীর বোয়ালিয়া থানার অফিসার ইনচার্জ নিবারণ চন্দ্র বর্মণ জানান, আটকরা গোপনে বৈঠক করে নাশকতার পরিকল্পনা করছিলেন। পরে গোপনে তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
তিনি আরও জানান, তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে সোমবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
জেটি//এফএস