|| বঙ্গকথন প্রতিবেদন ||
রাজধানীর সবুজবাগ দক্ষিণগাঁও এলাকার একটি বাসা থেকে মুন্নি বেগম (৩২) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার দুপুর সোয়া ১টার দিকে সবুজবাগ থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
সিরাজগঞ্জ চৌহালী উপজেলার খগেনঘাট গ্রামের বহুত আলী প্রামাণিকের মেয়ে মুন্নি। দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে স্বামী দুধ ব্যবসায়ী আকাশের সঙ্গে দক্ষিণগাঁও পাঠানবাড়ি এলাকার রাশেদ পাঠানের বাড়িতে ভাড়া থাকতো।
এ বিষয়ে সবুজবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) আজমিন নাহার কিরণ বলেন, সোমবার সকাল সাড়ে ৭টা থেকে ১০টার মধ্যে যে কোনো সময় রুমের দরজা বন্ধ করে ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস দেয় সে। খবর পেয়ে দুপুর সোয়া ১টার দিকে বাসার দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় তার মরদেহটি উদ্ধার করা হয়।
জেটি//এফএস