|| বঙ্গকথন প্রতিবেদন ||
আসছে রমজানে এক কোটি পরিবারকে কম দামে নিত্য প্রয়োজনীয় পণ্য সরবরাহ করা হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
রোববার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকের পর নিত্যপণ্যের দাম বৃদ্ধি নিয়ে একথা বলেন তিনি।
বাণিজ্যমন্ত্রী জানান, দাম বাড়ায় সাধারণ মানুষের কষ্ট হচ্ছে। আর তাই ভর্তুকি দিয়ে পণ্যের দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখার চেষ্টা করছে সরকার।
রমজান মাসকে সামনে রেখে পেঁয়াজ, তেল, ডাল, চিনি, খেজুর ও ছোলা- এ ছয়টি পণ্য সরবরাহের কথা জানান মন্ত্রী। করোনার সময় যেভাবে তালিকা করে টাকা দেয়া হয়েছে সেভাবেই ১৫ দিন পর পর ২ বার নিত্যপণ্য দেয়ার কথা বলেন তিনি।
এছাড়া আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দাম বাড়ার কারণে দেশে তেলের দাম বাড়ছে বলে মন্তব্য করেন বাণিজ্যমন্ত্রী।
আর পণ্য আমদানি না হলে দেশ আরো বড় সংকটের মুখে পড়বে বলেও জানান তিনি।
এবি//এফএস