|| বিদেশ-বিভূঁই প্রতিবেদন ||
যুদ্ধের প্রথম চার দিনে ইউক্রেনে পাঁচ হাজারের বেশি রুশ সেনা নিহত হয়েছেন বলে দাবি করেছে কিয়েভের প্রতিরক্ষা মন্ত্রণালয়।
সোমবার সামাজিক মাধ্যম ফেসবুকে পোস্ট করা এক বিবৃতিতে ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন, লড়াইয়ে প্রায় পাঁচ হাজার ৩০০ রুশ সেনার প্রাণহানি ঘটেছে। এছাড়াও তাদের ১৯১টি ট্যাংক, ২৯টি যুদ্ধবিমান ও ৮১৬টি সাঁজোয়া যান ধ্বংস করে দেয়া হয়েছে।
ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় মনে করে, সংঘাতের প্রাথমিক পর্যায়ে মারাত্মক হতাহতের মুখোমুখি হয়েছে রুশ বাহিনী।
এদিকে রোববার প্রথমবারের মতো যুদ্ধে নিজেদের ক্ষয়ক্ষতির কথা স্বীকার করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। যদিও রুশ সেনাদের হতাহতের সঠিক সংখ্যা প্রকাশে এখনো তারা করেনি।
জাতিসংঘের পর্যবেক্ষকরা জানিয়েছেন, যুদ্ধে প্রথম দিকে ৯৪ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এতে সেখানে মারাত্মক মানবিক সংকটের দেখা দিয়েছে। এছাড়া প্রাণহানির সংখ্যাও বেশি হতে পারে।
জেটি//এফএস