|| বঙ্গকথন প্রতিবেদন ||
পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কোন্নয়নে একটি লবিস্ট প্রতিষ্ঠানকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ। প্রতি মাসে ২০ হাজার ডলারে প্রতিষ্ঠানটির সঙ্গে এক বছরের চুক্তি করা হয়েছে।
বৃহস্পতিবার নিজ দপ্তরে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি আরো বলেন, নেলসন মুলিন্স নামে একটি প্রতিষ্ঠানকে অতিসম্প্রতি এক বছরের জন্য নিয়োগ দিয়েছি আমরা। আশা করি প্রতিষ্ঠানটি দুই দেশের সম্পর্ক গভীর ও বেগবান করতে সহায়তা করবে।
শাহরিয়ার আলম বলেন, আমাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রসচিব পর্যায়ের ও বাণিজ্যবিষয়ক বৈঠকের তারিখ নির্ধারিত হয়েছে। এসব আলোচনা তথ্য কিংবা অন্য কোনো ঘাটতি দূর করতে সহায়ক হবে। প্রতিষ্ঠানটি বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরবে। বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালানোর তথ্য জানাবে প্রতিষ্ঠানটি। পাশাপাশি অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে সহায়তা করবে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, মূলত দুই দেশের সরকারের মধ্যে সম্পর্কোন্নয়ন মূল কাজ। মার্কিন প্রশাসন ব্যাপক জায়গা। আমাদের এখানে যেমন বিদেশি কেউ এলে প্রধানমন্ত্রীর দপ্তরে কিংবা পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগ করলে ঠিকানায় পৌঁছে যান। যুক্তরাষ্ট্রের প্রশাসনিক ব্যবস্থা আলাদা। একটি দূতাবাস ও চার-পাঁচজন কর্মকর্তা দিয়ে সব জায়গায় পৌঁছানো সম্ভব নয়। সরকারি পর্যায়ের সম্পর্ক জোরদারের পাশাপাশি নতুন জায়গায় পৌঁছাতে কাজ করবে প্রতিষ্ঠানটি।
জেটি//এফএস