|| বঙ্গকথন প্রতিবেদন ||
রাজধানীর যাত্রাবাড়ীর কোনাপাড়া এলাকায় শাহরিয়ার স্টিল মিলে পাইপ বিস্ফোরণে দগ্ধ তিন শ্রমিকের মধ্যে মো. শাহীন নামে একজন মারা গেছেন। এ ঘটনায় এখনো আকতার হোসেন (৫০) ও মো. মাঈন উদ্দিন (২২) নামে দুজনের চিকিৎসা চলছে।
মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দগ্ধ অবস্থায় তাদের শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়। নিহত শাহীনের মামা মোতালেব জানান, শাহীন সাত মাস আগে বিয়ে করেছে। তার স্ত্রীর নাম মাহবুবা। কাজের সুবিধার্থে যাত্রাবাড়ী এলাকায় থাকতো। দুই ভাই ও তিন বোনের মধ্যে সবার বড় শাহীন। ওর বাবার নাম আইয়ুব খান। গ্রামের বাড়ি পঞ্চগড় সদরের সিঙ্গাপাড়া এলাকায়। তাদের সহকর্মী মো. শফিউল ইসলাম জানান, রাতে স্টিল মিলে লোহা গলানোর সময় বন্ধ হয়ে থাকা পুরাতন একটি লোহার পাইপ বিস্ফোরিত হয়। এ সময় গলিত লোহা ছিটকে ওই তিনজনের শরীরে পড়লে তারা দগ্ধ হন।
জেটি//এফএস