|| বঙ্গকথন প্রতিবেদন ||
ময়মনসিংহ বিভাগে গেলো ২৪ ঘণ্টায় আরও তিনজন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। এ নিয়ে বিভাগে করোনায় মোট ৬১৮ জনের মৃত্যু হলো। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের ময়মনসিংহ বিভাগীয় পরিচালকের কার্যালয় থেকে পাঠানো প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
গেলো ২৪ ঘণ্টায় এ বিভাগে ১ হাজার ৮৭ জনের নমুনা পরীক্ষায় নতুন ৩৫০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। শনাক্তের হার ৩১ দশমিক ১৯। এর আগের দিন বিভাগে ৭৩১ জনের নমুনা পরীক্ষায় ২০১ জনের করোনা শনাক্ত হয়েছিল। শনাক্তের হার ছিল ২৭ দশমিক ৪৯।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় করোনায় মারা যাওয়া তিনজনের মধ্যে ময়মনসিংহ, জামালপুর ও শেরপুর জেলায় একজন করে। একই সময়ে নতুন শনাক্ত ব্যক্তিদের মধ্যে ময়মনসিংহে ২৬৬, নেত্রকোনায় ৪১, জামালপুরে ২০ ও শেরপুরে ২৩ জন আছেন।
জেটি//এফএস