||বিজ্ঞান-প্রযুক্তি প্রতিবেদন||
নতুন সুবিধা নিয়ে এলো মেসেজিং প্ল্যাটফর্ম মেসেঞ্জার। এখন থেকে এর ব্যবহারকারীদের জন্য মেসেঞ্জার হবে আরো নিরাপদ। গোপনে বিভিন্ন চ্যাটের স্ক্রিনশট আর নেয়া যাবে না বলে জানিয়েছেন মেটার সিইও মার্ক জাকারবার্গ।
জাকারবার্গ ফেসবুকে এক পোস্টের মাধ্যমে জানান, মেসেঞ্জারের নতুন ফিচারটি ইতোমধ্যেই যুক্তরাষ্ট্রে চালু হয়েছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইউরোপ ও ক্রমান্বয়ে বিশ্বব্যাপী ফেসবুকের মেসেজিং প্ল্যাটফর্ম মেসেঞ্জার ব্যবহারকারীরা এই ফিচারটি উপভোগ করতে পারবেন। একই সাথে নতুন এ আপডেট ইনস্টাগ্রামের ক্ষেত্রেও প্রযোজ্য হবে।
পোস্টে জাকারবার্গ তার স্ত্রী প্রিসিলা চ্যানের সাথে তার একটি কনভারসেশনের স্ক্রিনশটও যুক্ত করেন।
এসএস//এফএস