||বঙ্গকথন প্রতিবেদন||
টানা তৃতীয়বারের মতো মেয়র পদে জয়ী হয়েছেন সেলিনা হায়াৎ আইভী। নির্বাচনে তার প্রধান প্রতিদ্বন্দ্বী প্রার্থী তৈমূর আলম খন্দকারের বাসায় মিষ্টি নিয়ে হাজির হলেন তিনি।
সোমবার বিকেল ৫টার দিকে দলীয় নেতাকর্মীদের নিয়ে শহরের মাসদাইর এলাকায় তৈমূরের বাসভবনে যান তিনি।
রোববার সকাল ৮টা থেকে নির্বাচন শুরু হলে উৎসবমুখর পরিবেশের মধ্যে দিয়ে তা শেষ হয় বিকেল ৪টায়।ফল ঘোষণা করেন নাসিক নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মাহফুজা আক্তার ।
ঘোষিত ১৯২টি কেন্দ্রের বেসরকারি ফলাফলে দেখা যায়, মেয়র পদে ক্ষমতাসীন আওয়ামী লীগ মনোনীত আইভী নৌকা প্রতীকে পেয়েছেন ১ লাখ ৫৯ হাজার ৯৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী তৈমূর আলম খন্দকার হাতি প্রতীকে পেয়েছেন ৯২ হাজার ১৬৬ ভোট।
এর আগে ২০১৬ সালের সিটি নির্বাচনে নির্বাচিত হওয়ার পরের দিন মিষ্টি নিয়ে ধানের শীষের প্রার্থী সাখাওয়াত হোসেন খানের বাড়িতেও গিয়েছিলেন আইভী।
এসএ//এফএস