|| বিদেশ-বিভূঁই প্রতিবেদন ||
যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস শহরে পুলিশের গুলিতে আমির লকি নামে এক কৃষ্ণাঙ্গ যুবক নিহতে হয়েছে। এর প্রতিবাদে রাজপথে ব্যাপক বিক্ষোভ করেছে সাধারণ মানুষ।
শনিবার হাজারো বিক্ষোভকারী এ হত্যার বিচারের দাবিতে রাস্তায় মিছিল করেন। দুই বছর আগেও পুলিশের হাতে নিহত হয়েছিলেন কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড।
হত্যাকাণ্ডের পরদিন বুধবার পুলিশের পক্ষ থেকে ওই ঘটনার একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। এতে দেখা যায়, তল্লাশির সময় বিছানায় শুয়ে ছিলেন আমির। পুলিশ তালা খুলে তার বাসায় প্রবেশ করে। এ সময় তিনি পুলিশকে লক্ষ্য করে পিস্তল তাক করেন। তবে গুলি ছোড়েননি। এর পরপরই আমিরকে লক্ষ্য করে পুলিশের তিনটি গুলিতে নিহত হন তিনি।
পুলিশ জানিয়েছে, আমিরের বাড়িতে তল্লাশির জন্য তাদের কাছে নো-নক ওয়ারেন্ট ছিল।
এদিকে দুই বছর আগে শ্বেতাঙ্গ পুলিশের হাতে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড নিহত হওয়ার ঘটনার প্রতিবাদে ফুঁসে উঠেছিল মিনিয়াপোলিসবাসী। পরে বর্ণবাদবিরোধী ওই বিক্ষোভ পুরো যুক্তরাষ্ট্রে ও বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে।
জেটি//এফএস