||সংস্কৃতির মঞ্চ প্রতিবেদন||
মাদকসহ আটক করে অভিনেত্রী পরীমনিকে মিডিয়া ট্রায়াল করা হয়েছিলো বলে মন্তব্য করেছেন হাইকোর্ট।
রোববার সকালে বিচারপতি মোস্তফা জামান ইসলামের হাইকোর্ট বেঞ্চ মামলা বাতিলের শুনানিতে এমন মন্তব্য করেন। পরে আদালত মাদক মামলা বাতিল চেয়ে হাইকোর্টে পরীমনির আবেদনের উপর কাল আদেশের দিন ধার্য করেন।
গেলো ৩০শে জানুয়ারি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় অভিযোগ গঠনের আদেশ ও মামলা বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন চিত্রনায়িকা পরীমনি।
ফৌজদারি কার্যবিধির ৫৬১ (ক) ধারা অনুযায়ী আবেদনটি করা হয়। গেলো বছরের ১৫ই নভেম্বর মাদক আইনে করা মামলায় চিত্রনায়িকা পরীমণিসহ তিন জনের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নেন ঢাকার মহানগর দায়রা জজ আদালত। সেই সঙ্গে চার্জ গঠনের জন্য দিন ধার্য করে মামলাটি বিশেষ জজ আদালতে স্থানান্তর করা হয়।
এবি//এফএস