||বঙ্গকথন প্রতিবেদন||
জাপানি নাগরিক এরিকো নাকানোর দুই মেয়ের বিষয়ে আদেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। আদেশে বলা হয়েছে, দুই মেয়ে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত তাদের মায়ের কাছে থাকবে।
জাপানি মায়ের করা আপিল শুনানির ধারাবাহিকতায় রোববার আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি নুরুজ্জামান ননীর নেতৃত্বাধীন আপিল বিভাগের পাঁচ সদস্যের বিচারপতি বেঞ্চ এই আদেশ দেন। তবে আদালত বলেছে, সকাল ৯টা থেকে রাত ৯টার মধ্যে যেকোনো সময় শিশুদের সঙ্গে দেখা করার সুযোগ পাবেন তাদের বাবা ইমরান শরীফ।
আপিল বিভাগ শুনানিতে বলেন, প্রধান বিচারপতি হাসপাতালে ভর্তি। প্রধান বিচারপতিকে নিয়ে আমারা এই মামলা শুনবো। আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত আগের আদেশ বহাল থাকবে।
এর আগে ৩ জানুয়ারি একই আদেশ দিয়েছিল সাবেক প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনসহ পাঁচ বিচারকের আপিল বেঞ্চ। আদেশে বলা হয়েছিল দুই শিশু ২৩ জানুয়ারি পর্যন্ত মায়ের কাছে থাকবে।
ওই বেঞ্চ ১২ ডিসেম্বর সকালে দুই দিনের জন্য শিশু দুটিকে মায়ের কাছে দিতে বলেছিল। ওই দিন রাত ১০টার মধ্যে মায়ের কাছে দেয়ার কথা থাকলেও দেননি বাবা।
এই নির্দেশনা না মানায় পরের দিন ইমরান শরীফের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনেন মা এরিকো। দুই শিশুসহ বাবাকে ডেকে পাঠায় আপিল বিভাগ। সবার বক্তব্য শোনে সর্বোচ্চ আদালত। নির্দেশনা অনুযায়ী মায়ের কাছে না দেয়ায় বাবার প্রতি ক্ষোভ প্রকাশ করে আপিল বিভাগ। সেই সঙ্গে দ্রুত শিশু দুটিকে মায়ের কাছে দিতে বলা হয়।
গেলো বছরের ১৯ আগস্ট বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের নাগরিক স্বামী শরীফ ইমরানের কাছ থেকে ১০ ও ১১ বছর বয়সী দুই কন্যাসন্তানকে ফিরে পেতে হাইকোর্টে রিট করেন জাপানি নারী এরিকো।
এসএ//এফএস