||বিদেশ-বিভূঁই প্রতিবেদন||
ইউক্রেনে অবস্থিত মার্কিন দূতাবাসে কর্মরত ব্যক্তিদের পরিবারের সদস্যদের অবিলম্বে ইউক্রেন ত্যাগ করার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র।
২৩ জানুয়ারি এক বিবৃতিতে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট ইউক্রেনে দূতাবাস কর্মীদের পরিবার ও অপরিহার্য নয় এমন কর্মীদের ইউক্রেন ত্যাগ করার নির্দেশ দেয়। সেইসাথে ইউক্রেনে অবস্থানরত মার্কিন নাগরিকদেরও সম্ভব হলে ইউক্রেন ছেড়ে যেতে বলা হয়েছে।
রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেয়ার পরিকল্পনা করছে, এমন আশঙ্কায় এ নির্দেশ দেয়া হয়েছে।
সংবাদ সংস্থা এএফপিকে স্টেট ডিপার্টমেন্টের এক কর্মকর্তা জানিয়েছেন, আপাতত দূতাবাস খোলা থাকলেও ‘যে কোনো সময়’ ইউক্রেনে হামলার আশঙ্কা করছেন তারা। সেরকম পরিস্থিতি হলে তাৎক্ষণিকভাবে মার্কিন নাগরিকদের সেখান থেকে সরিয়ে নেয়া সম্ভব নাও হতে পারে বলে জানান তিনি।
ইউক্রেন সীমান্তে প্রায় এক লাখ রাশিয়ান সৈন্য মোতায়েন করার পর থেকেই দুই দেশের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
এসএ//এফএস