|| বঙ্গকথন প্রতিবেদন ||
দেশের কওমি মাদ্রাসার শিক্ষার্থী ও ভাসমান জনগোষ্ঠিকে আজ থেকে টিকা দেয়া হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
রবিবার সকালে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মীরজাদী সেব্রিনা ও অধিদপ্তরের করোনার টিকা বিষয়ক কমিটির সদস্য সচিব ডা. শামসুল হকের উপস্থিতিতে রাজধানীর মিরপুরের একটি মহিলা মাদ্রাসার শিক্ষার্থীদের টিকা দেয়ার মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু হয়।
মিরপুর নুরানী জামিয়া মহিলা মাদ্রাসার ১২ থেকে ১৭ বছর বয়সী প্রায় ৩০ লাখ শিক্ষাথী পাবেন ফাইজার- বায়োএনটেকের টিকা ।এ কার্যক্রমের আওতায় সারাদেশে ১৭৪টি মাদ্রাসাকে প্রাথমিকভাবে টিকা সেন্টার হিসাবে নির্বাচন করা হয়েছে।
রাজধানীর কমলাপুর রেলষ্টেশনের ভাসমান জনগোষ্ঠী প্রথমবারের মতো টিকা পাবেন। নির্ধারিত কোনো ঠিকানা না থাকায় তাদের এক ডোজের জনসন অ্যান্ড জনসনের টিকা দেয়া হবে।
এবি//এফএস