|| বঙ্গকথন প্রতিবেদন||
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদ।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব ড. মো. ফরহাদ হোসেনের সই করা প্রজ্ঞাপনে সোমবার এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, এটি একটি চলতি দায়িত্ব। এ চলতি দায়িত্বের কারণে তিনি পদোন্নতির দাবি করতে পারবেন না। সংশ্লিষ্ট পদে নিয়মিত কর্মকর্তা নিয়োগ হলে চলতি দায়িত্বের আদেশটি বাতিল হবে।
মাউশির মহাপরিচালক অধ্যাপক সৈয়দ গোলাম ফারুক অবসরে যাওয়ায় পদটি শূন্য হয়।
অধ্যাপক নেহাল আহমেদ ইংরেজি সাহিত্যের শিক্ষক। তিনি ২০১৯ সালের ৫ মে পর্যন্ত ঢাকা কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। একই প্রতিষ্ঠানের উপাধ্যক্ষও ছিলেন তিনি । তিনি ঢাকা বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
এবি//এফএস