|| বিদেশি-বিভূঁই প্রতিবেদন ||
ভারতের মহারাষ্ট্রে বার্ড ফ্লু আতঙ্কে ২৫ হাজার মুরগি মেরে ফেলার সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় প্রশাসন। সম্প্রতি বিহারে অত্যন্ত ছোঁয়াচে এ ভাইরাসটির দেখা মিলে।
জানা গেছে, থানের শাহপুর তহসিলের অন্তর্গত ভেহলি গ্রামে হঠাৎ একসঙ্গে ১০০টি মুরগির মৃত্যু হয়। এরপরই নড়েচড়ে বসে প্রশাসন।
ভারতীয় সংবাদমাধ্যম এএনআইয়ের এক প্রতিবেদনে বলা হয়, থানের জেলাপ্রশাসক রাজেশ জে নার্ভেকর এরপরই জেলার পশুপালন বিভাগকে নির্দেশ দেন সংক্রমণ নিয়ন্ত্রণ করার জন্য। মৃত মুরগির নমুনা পরীক্ষা করে পুনের ল্যাবরেটরি জানায়, বার্ড ফ্লুতে আক্রান্ত হয়ে মুরগিগুলো মারা গেছে।
সে রিপোর্ট আসার পর ওই পোলট্রি ফার্মের এক কিলোমিটারের মধ্যে থাকা প্রায় ২৫ হাজার মুরগি মেরে ফেলার সিদ্ধান্ত নেয় সরকার। এর আগে বিহার ও পাটনায় ভাইরাসে আক্রান্ত হয়ে তিন হাজার ৮৫৯টি মুরগির মধ্যে ৭৮৭টি মুরগি মারা যায়।
জেটি//এফএস