|| বিদেশ-বিভূঁই প্রতিবেদন ||
বিশ্বের বৃহত্তম অনলাইন বিজ্ঞাপন কোম্পানিগুলোর মধ্যে অন্যতম গুগল ।
১ ফেব্রুয়ারি সিএনএনের এক প্রতিবেদনে জানানো হয়, বিজ্ঞাপন ব্যবসা চাঙ্গা হওয়ায় এটির শেয়ার দর বেড়েছে এক লাফে আট শতাংশ।
কোম্পানিটির ত্রৈমাসিক মুনাফার পরিমাণ দাঁড়ায় শেয়ার প্রতি প্রায় ৩১ ডলার। যা ওয়াল স্ট্রিট বিশ্লেষকদের অনুমানের চেয়ে অনেক বেশি। এমন ঘোষণার পরই মূলত হঠাৎ বেড়ে যায় কোম্পানির শেয়ার ।
মহামারির কারণে চলমান লকডাউনে মানুষ অনলাইনে ব্যয় করেছে অধিক সময়। তাতে কোম্পানিটির বিজ্ঞাপন বিক্রি বেড়ে যায়। অন্যদিকে অনলাইন কেন্দ্রিক ব্যবসা বেড়ে যাওয়ায় বিজ্ঞাপন কার্যক্রম বেড়েছে।
এবি//এফএস