|| বঙ্গকথন প্রতিবেদন ||
করোনার জন্য সরকারি বিধিনিষেধ মঙ্গলবারের পর থেকে থাকছে না। তবে সরকার বলছে, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
রোববার সচিবালয়ে সংবাদ সম্মেলনে সরকারের এ সিদ্ধান্তের কথা জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
তিনি আরো জানান, বিধিনিষেধ আর বাড়বে না। তবে যেকোনো অনুষ্ঠানে গেলে সবাইকে অবশ্যই মাস্ক পরতে হবে। ২০২০ সালের মার্চের শেষে দেশে গণপরিবহন বন্ধসহ কঠোর বিধিনিষেধ আরোপ করে সরকার। কয়েক মাস পর ওই বছরের জুলাই থেকে বিধিনিষেধ কিছুটা শিথিল হতে থাকে।
সচিব বলেন, আগামী ২৬ ফেব্রুযারি দেশের এক কোটি মানুষকে করোনা টিকা দেয়া হবে। কোনো ভাবে যেন সাধারণ মানুষ বাদ না পড়ে সেদিকে লক্ষ্য রাখা হবে।
এদিকে প্রধানমন্ত্রী এবং মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষ থেকে মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবন থেকে বৈঠকে যোগ দেন।
জেটি//এফএস