|| বঙ্গকথন প্রতিবেদন ||
ভূ-মধ্যসাগরে মৃত ৭ বাংলাদেশির পরিচয় পাওয়া গেছে। তাদের পরিচয় নিশ্চিত করেছে ইতালিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।
লিবিয়া থেকে ভূ-মধ্যসাগরীয় দ্বীপ ল্যাম্পেদুসায় যাওয়ার পথে অতিরিক্ত ঠান্ডায় তাদের মৃত্যু হয়। তাদের পরিচয় প্রকাশ করে মরদেহ দেশে ফিরিয়ে আনার বিষয়ে জরুরি নোটিশ দিয়েছে বাংলাদেশ দূতাবাস।
দূতাবাসের তথ্য অনুযায়ী, মৃত সাতজন হলেন—
১. ইমরান হোসেন, গ্রাম: পশ্চিম পিয়ারপুর, উপজেলা: মাদারীপুর সদর, জেলা: মাদারীপুর। ২. জয় তালুকদার ওরফে রতন, গ্রাম: পিয়ারপুর, উপজেলা: মাদারীপুর সদর, জেলা: মাদারীপুর। ৩. সাফায়েত, গ্রাম: ঘটকচর, উপজেলা: মাদারীপুর সদর, জেলা: মাদারীপুর। ৪. জহিরুল, গ্রাম: মোস্তফাপুর, উপজেলা: মাদারীপুর সদর, জেলা: মাদারীপুর। ৫. বাপ্পী, উপজেলা: মাদারীপুর সদর, জেলা: মাদারীপুর। ৬. সাজ্জাদ, গ্রাম: মামুদপুর, উপজেলা: জামালগঞ্জ, জেলা: সুনামগঞ্জ। ৭. সাইফুল, উপজেলা: ভৈরব, জেলা: কিশোরগঞ্জ।
মরদেহ সরকারি খরচে দেশে আনার জন্য মৃতদের পরিচয় নিশ্চিত করতে হবে। এ নোটিশের মাধ্যমে মৃতদের পরিবারকে দ্রুত নিকটস্থ জেলা প্রশাসকের কার্যালয় অথবা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় অথবা ইমেইলের মাধ্যমে রোমে বাংলাদেশ দূতাবাসের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। দূতাবাসের ইমেইল welfare.rome@gmail.com।
জেটি//আরজে