|| বিদেশ বিভূঁই প্রতিবেদন ||
ভারতের মণিপুর রাজ্যে ভয়াবহ বোমা বিস্ফোরণে এক শিশুসহ ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫ জন।
শনিবার রাতে মণিপুর রাজ্যের চুরাচাঁদপুর জেলার একটি বাড়িতে বিস্ফোরণ হয়। জেলা পুলিশ সুপারের দাবি, নির্বাচন বানচাল করার উদ্দেশ্যেই বাড়িতে বোমা রাখা হয়েছিলো।
পুলিশ জানায়, একটি বাড়ির পেছনের দিকে এ ঘটনা ঘটে। কেউ শেল ছুঁড়ে দিয়ে হামলা করেছে বলে মনে করা হচ্ছে। ঘটনাস্থল থেকে কিছু স্প্লিন্টার উদ্ধার করেছে পুলিশ। কিছু শেলের অংশও পাওয়া গেছে। বিস্ফোরণের পর গুরুতর আহত অবস্থায় ৭ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে ২ জন মারা যান। জড়িতদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে ওই রাজ্যের জেলা পুলিশ।
জেটি//এফএস