||বিদেশ-বিভূঁই প্রতিবেদন||
গেলো ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে ৩ লাখ ১৭ হাজার ৫৩২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তের সংখ্যায় এগিয়ে রয়েছে মহারাষ্ট্র, কেরালা, কর্ণাটক, তামিলনাড়ু, আসাম, পশ্চিমবঙ্গের মতো রাজ্যগুলো। ভারতে এখন পর্যন্ত ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছেন ৯ হাজার ২৮৭ জন।
এছাড়া গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়ে মারা গছেন ৪৯১ জন। করোনামুক্ত হয়েছেন প্রায় সোয়া ২ লাখ।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের রির্পোট অনুযায়ী, করোনা মহামারির শুরু থেকে দক্ষিণ এশিয়ার এই দেশটিতে এখন পর্যন্ত মোট ৪ লাখ ৮৭ হাজার ৬৯৩ জন প্রাণ হারিয়েছেন।
ভারতে এখন পর্যন্ত প্রায় ১৫৯ কোটি ৬৭ লাখের বেশি ডোজ করোনার টিকা দেয়া হয়েছে।
এসএ//এফএস