|| বঙ্গকথন প্রতিবেদন ||
গ্যাস ও বিদ্যুৎ খাতে আর ভর্তুকি দেয়ার পক্ষে নন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিভিন্ন খাতে ভর্তুকি দেয়া থেকে পর্যায়ক্রমে সরে আসার কৌশল বের করার নির্দেশনা দিয়েছেন তিনি।
মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় তিনি এ নির্দেশনা দেন।
গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এনইসি সম্মেলন কক্ষের সাথে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী বৈঠকে সভাপতিত্ব করেন।
এ সময় ৮ হাজার ৮০৪ কোটি টাকা ব্যয়ে ১০টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেয়া হয়। দ্রুত ফাইভ জি বাস্তবায়নের পাশাপাশি উন্নত ফোর জি সেবা নিশ্চিত করার তাগিদ দেন প্রধানমন্ত্রী । বৈঠকে ৬১৯ কোটি টাকা ব্যয়ে বিদ্যুৎ বিভাগের জন্য প্রিপেইড মিটার কেনার প্রস্তাব অনুমোদন দেয়া হয়।
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান জানান, সব সরকারি-বেসরকারি হাসপাতালে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিতে একনেক সভায় প্রধানমন্ত্রী অনুশাসন দিয়েছেন।
মন্ত্রী আরো বলেন, দ্বিতীয় বঙ্গবন্ধু স্যাটেলাইট চালু করার উদ্যোগ এবং এর বাইরে সব নভোথিয়েটার তদারকির জন্য আলাদা সংস্থা করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।
এবি//এফএস